স্থানীয়

কেশিয়াড়িতে চাঁদা তোলা নিয়ে ধুন্ধুমার কান্ড, আহত ২ পুলিশকর্মী

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি বেলদা রাজ্য সড়কে রাস্তা আটকে চাঁদা তোলার অভিযোগ ওঠে। পুলিশ বাধা দিলে খণ্ডযুদ্ধর পরিস্থিতি সৃষ্টি হয়। গ্রামবাসীদের মারে আহত এক সাব ইন্সপেক্টর সহ মহিলা কনস্টেবল। এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়ায় কেশিয়াড়িতে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে কেশিয়াড়ি বেলদা ৫ নম্বর রাজ্য সড়কের মাঝে বেশ কয়েকজন গ্রামবাসী চাঁদা তুলছিলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেশিয়াড়ি থানার পুলিশ। বেআইনিভাবে চাঁদা তোলার অভিযোগে আটক করা হয় দুজনকে। ঠিক সেই সময়ে গ্রামবাসীদের সাথে বচসায় জড়িয়ে পড়েন পুলিশকর্মীরা। অভিযোগ ওঠে, পুলিশের দিকে লাঠি নিয়ে তেড়ে আসে চাঁদা আদায়কারীদের একাংশ । কার্যত খণ্ডযুদ্ধ বেধে যায় পুলিশ এবং চাঁদা আদায়কারীদের মধ্যে।

নিজস্ব চিত্র

জানা যায়, ঘটনায় আহত হয় এক এসআই-সহ মহিলা পুলিশকর্মী। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে কেশিয়াড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। নতুন করে যাতে কোনো উত্তেজনা না তৈরি হয় সেই দিকেও লক্ষ্য রাখছে পুলিশ।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।