সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার, রক্তারক্তি
এনএফবি, মালদাঃ
সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার রক্তারক্তি। ভাঙচুর পুলিশের গাড়ি। আহত কমপক্ষে ১০ জন। এদের মধ্যে তিনজন আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার লক্ষীপুর কলোনি বাবু পাড়া এলাকায়।
জানা যায় ওই এলাকার বাসিন্দা নেপাল বেপারী ওই এলাকায় থাকা সরকারি পুকুর এলাকার বেশ কিছু লোকজনদের নিয়ে দখলের চেষ্টা করছিল। ঘটনার সূত্রপাত সেখানেই। পুকুর দখলে বাধা দেয় পার্শ্ববর্তী শিব মন্দির কমিটির সদস্যরা। অভিযোগ ঠিক সে সময় নেপাল বেপারীর পরিবারের সদস্যরা বাড়ির ছাদ থেকে ইট পাটকেল ছুঁড়তে শুরু করে। ঘটনায় বাসনা দাস নামে এক গ্রামবাসী আহত হয়। অন্যদিকে নেপাল বেপারীর বাড়ীর অভিযোগ যে শিব মন্দির কমিটির লোকেরা এই এলাকায় দীর্ঘদিন ধরে বসে থাকা বাড়ি ভাংচুর চালিয়ে দখল করার চেষ্টা করছে। ঘটনা ঘিরে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নয় গোটা এলাকা। নেপাল বেপারীর লোকজন এবং গ্রামবাসীদের মধ্যে শুরু হয়ে যায় মারামারি। লাঠি সোটা হাঁসুয়া নিয়ে প্রকাশ্য দিবালোকেই চলে মারধর। ঘটনায় দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। এদের মধ্যে মানিক সিংহ, বাসনা দাস এবং রিক মন্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশ বাজার থানার পুলিশ।
এই সময় উত্তেজিত গ্রামবাসীরা ভাংচুর চালায় একটি পুলিশের গাড়িতে। পরিস্থিতি ভয়ানক আকার নেয়। পরে ইংলিশ বাজার থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।