ক্রীড়া

জয় দিয়েই যাত্রা শুরু ডায়মন্ড হারবার এফসি’র

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

জয় দিয়েই লিগের যাত্রা শুরু করলো অভিষেক বন্দোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। সোমবার ডায়মন্ড হারবার নিজেদের ঘরের মাঠে বাটানগর স্টেডিয়ামে ৩-০ গোলে হারায় কলকাতা পোর্ট ট্রাস্টকে। ম্যাচের শুরুতেই ২ মিনিটেই পোর্ট ট্রাস্ট আত্মঘাতী গোল করে, ফলে ডায়মন্ড হারবার এগিয়ে যায়। এরপর ১৯ মিনিটে তুহিন সিকদার ডায়মন্ড হারবারের হয়ে ম্যাচের দ্বিতীয় গোল করেন । প্রথমার্ধে স্কোরলাইন ২-০ থাকে । এরপরে দ্বিতীয়ার্ধে আক্রমণ করে দুই পক্ষই। তবে কেউ গোল করতে পারেনি। এরপর ৯২ মিনিটে সন্দীপ পাত্র নিজের প্রথম ও দলের তৃতীয় গোল করেন। নিজের দ্বিতীয় ইনিংসে কলকাতায় এসে প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে ঊচ্ছ্বসিত আই লিগ জয়ী মোহনবাগান কোচ কিবু ভিকুনা। এবারও লিগে অবনমন থাকছে না। প্রিমিয়ার লিগ শুরু হবে। এই ১১ টা দলের লিগের শেষে সুপার সিক্সের ক্রীড়া সূচি তৈরি হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, এবার প্রিমিয়ার ডিভিশনে সিআরএসের সঙ্গে সিএমএস করা হবে এই প্রথম। এই সিআরএস, সিএমএস করার ক্ষেত্রে এআইএফএফের দিক থেকে একটু সময় লাগতে পারেই বলে ২৭ জুলাই থেকে সম্ভবত ২ আগস্টকে লক্ষ‍্য রেখে এগোচ্ছে আইএফএ। আইএফএ সভাপতি অজিত ব‍্যানার্জি বলেন “২ আগস্ট প্রিমিয়ার লিগ শুরু করার ক্ষেত্রে আমরা তৈরি আছি। এআইএফএফের দিক থেকে কোনও সমস‍্যা না হলে নিদিষ্ট দিনেই লিগ শুরু হবে।” এবার থেকে কলকাতা লিগের সব ডিভিশনের সব কোচকেই স্পটারের ভূমিকায় দেখা যাবে। এতদিন, শুধু ক্লাব কর্তাদের অগ্রাধিকার দিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনায় বসেছেন রাজ‍্য ফুটবল নিয়ামক সংস্থা। কিন্তু এবারই প্রথম আইএফএ কোচেদের গুরুত্ব দিয়ে বিভিন্ন ডিভিশনের কোচেদেরকেই প্রতিভাবান ফুটবলারদের তুলে আনার গুরু দায়িত্ব তুলে দিলেন আইএফএ সচিব অনির্বান দত্ত।আইএফএ সচিব অনির্বান দত্ত জানান,”কোচেরাই তো ফুটবলার তৈরির আসল কারিগর। ওঁদের ভিউটা টেকনিক্যালি সাউন্ড। তাছাড়া, বিভিন্ন ডিভিশনের ক্লাব কোচেরা বহু ফুটবলার নিয়ে চর্চা করে। প্রতিভাবান ফুটবলার তুলে আনার ক্ষেত্রে কোচেদের বিরাট ভূমিকা আছে।”

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।