স্থানীয়

বেহাল রাস্তা! বিজেপির পঞ্চায়েত বলেই হয়নি কাজ, অভিযোগ এলাকাবাসীর

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

দীর্ঘদিন ধরেই পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এক ব্লকের শিব বাজার ও ভগবানপুর দুই ব্লকের মুগবেড়িয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ প্রায় দুই কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল।

বিগত ১০ বছর এই বুথের রাস্তায় এক ঝুড়ি মাটি পড়েনি, মোরাম পড়েনি। গ্রামের নাম শুনলেই ডাক্তাররা আসবেন না বলে দেন। রোগী নিয়ে হাসপাতালের দিকে যেতে সমস্যার সম্মুখীন হতে হয়, কোনো সময় নিয়ে যেতে যেতেই রোগীর মৃত্যু হয়, বলে জানান স্থানীয়রা। বর্ষা নামলে তো পথ চলার অযোগ্য হয়ে দাঁড়ায়, এমনই বেহাল দশা রাস্তার। গ্রামের মানুষজন নিজেদের খরচে মাটি ফেলে রাস্তা সম্প্রসারণ করেছে বেশ কয়েক বার। প্রশাসনকে বারবার বলেও লাভ হয়নি। টনক নড়েনি স্থানীয় প্রশাসনের। অভিযোগ এলাকার মানুষের।

রঞ্জিত আড়ি, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপির তাই রাস্তা সংস্কার হয়নি। অভিযোগ, ভগবানপুর বিধানসভার সিমুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার চিঞ্যাবেড়িয়া, আন্দুলিয়া, কোটবাড় গ্রামের মানুষ জনের। আসন্ন বর্ষাকালে গ্রামের একমাত্র রাস্তায় যাতায়াতের কথা ভেবে আতঙ্কিত এলাকার মানুষ।

নিজস্ব চিত্র

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।