বিকেলের বিমানে দিল্লির পথে দিলীপ

এনএফবি, কলকাতাঃ

মালদহে পরস্পরের মধ্যে গুলি চলেছে সেখানে বন্দুক কোথা থেকে এল? হাই মাদ্রাসা নির্বাচনে অশান্তি হচ্ছে বীরভূম বাসন্তী সব জায়গায় কি অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকেই গুলি বন্দুক আসছে রবিবার বিকালের বিমানে দিল্লি যাওয়ার আগে প্রতিক্রিয়া বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সংসদ দিলীপ ঘোষের। প্রসঙ্গত অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে বোমা বারুদ বেরোনোর কথা বলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তারই পাল্টা হিসেবে রবিবার এই প্রতিক্রিয়া দেন দিলীপ বাবু।

অন্যদিকে সরানো হয়েছে জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠিকে। পুলিশ কর্তাকে সরানো প্রসঙ্গে এ দিন দিলীপবাবু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বীরভূমের দায়িত্ব হাতে নিতে চাইছেন। পুলিশকে দিয়ে হচ্ছে না। তাই পুলিশের উপর ভরসা নেই পুলিশ মন্ত্রীর।
অন্যদিকে দিয়ে আন্দোলন নিয়ে দিলীপ বাবুর প্রতিক্রিয়া, “শুধু চাকরির প্রার্থীরা নয়। সংখ্যালঘু সমাজ ক্ষেপে গিয়েছে। পশ্চিমবাংলা কোন দিকে যাচ্ছে চিন্তা ভাবনা করছেন কি মুখ্যমন্ত্রী। মুখে যা আসছে তাই বলছেন।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।