হামরো পার্টি ত্যাগ, বিজিপিএম-এ যোগ দীপেনের
এনএফবি, শিলিগুড়িঃ
হামরো পার্টি ছেড়ে দীপেন গুরুং যোগ দিলেন বিজিপিএম পার্টিতে। দীপেন গুরুং গত জিটিএ নির্বাচনে হামরো পার্টির হয়ে ভোটে লড়েছিলেন। রবিবার তিনি অনীত থাপার দলে যোগ দিলেন।

জানা গেছে দীপেন ছাড়া আরও ১১ জন নেতাও হামরো পার্টি ছেড়ে বিজিপিএম দলে যোগ দিয়েছেন। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা পাহাড়ের রাজনীতিতে অনেকটা প্রভাব ফেলবে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।