থিয়েটার থেকে শুরু করে বড় পর্দা এবং ছোট পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন মানসী সিনহা। এমনকী, অভিনেত্রী তথা চিত্র পরিচালিকা অপর্ণা সেনের ছবিতেও অভিনয় করেছেন। এত দিন যাঁকে ভক্তরা ক্যামেরার সামনে দেখেছেন, এবার তাঁকে দেখা যাবে ক্যামেরার পিছনে। অর্থাৎ এবার ভক্তরা তাঁকে পেতে চলেছেন পরিচালক হিসেবে। শীঘ্রই আসছে মানসী সিনহা পরিচালিত প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’। সম্প্রতি শহরের এক অভিজাত রেস্তোরাঁয় হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠান ৷