জেলা

সংখ্যালঘু উন্নয়নে ঋণ প্রদান নিয়ে জেলাশাসকের সাথে আলোচনা

এনএফবি,মুর্শিদাবাদঃ

আজ মুর্শিদাবাদে জেলাশাসকের সঙ্গে ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় সংখ্যা লঘু উন্নয়ন পর্ষদের এক আধিকারিকের । মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু অধ্যুষিত জেলা। ১৮ থেকে ৬০ বছর বয়সী সকলের জন্যই রাজ্য সরকারের তরফ থেকে ঋণ প্রদান করা হবে বলে জানিয়েছিল রাজ্য সরকার । স্বনির্ভর করার লক্ষ্যেই রাজ্য সরকারের এই উদ্যোগ ।

ইতিমধ্যেই ঋণের জন্য আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে। জেলা ইমাম নিজাম উদ্দিন সাহেব জানালেন, সর্বধর্ম নির্বিশেষে এই ঋণ প্রদান করা হচ্ছে । ৪০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে । রাজ্য সরকারের এই ঋণের সাহায্যে যাতে বেকার শিক্ষিত যুবকরা ছোট ছোট ব্যবসা করতে পারে তার জন্য বিশেষ ভাবে এই উদ্যোগ নেওয়া হয় ৷ ছাত্র- ছাত্রীরা পড়াশোনার জন্যও এই ঋণ গ্রহণ করতে পারবে ৷

আজকের আলোচনায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাইনোরিটি সেল এর অ্যাডভাইজার আব্দুল সামাদ সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ ।