ক্রীড়া

[:en]বরখাস্ত লখনউর পিচ কিউরেটর[:]

[:en]

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পিচ নিয়ে ম্যাচের পর থেকেই বিতর্ক শুরু হয়েছিল। লখনউয়ে সেই ম্যাচে মাত্র ৯৯ রানের শেষ হয়ে গিয়েছিল নিউজিল্যান্ডের ইনিংস। টি-টোয়েন্টির নিরিখে যে রান ছিল খুবই কম। আর তার চেয়েও বড় কথা ভারত সেই রান তারা করতে রীতিমতো হিমশিম খেয়েছিল। ১৯.৫ ওভারে গিয়ে সেই ম্যাচ জিতেছিল ভারত।

ম্যাচের পরেই সেই পিচ নিয়ে রীতিমতো নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি বলেন, “সত্যি কথা বলতে এই পিচ রীতিমত জঘন্য। কঠিন পিচ নিয়ে আমার কোন সমস্যা নেই। আমি খেলতে প্রস্তুত। তবে এই পিচ একদমই টি-টোয়েন্টি ক্রিকেটের উপযুক্ত নয়।”

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই রানের ফোয়ারা। ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য। সেখানে এত কঠিন উইকেট, রীতিমত সমালোচনায় বিদ্ধ করেছিল লখনউ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তাদের। অবশেষে তারা মঙ্গলবার চাকরি থেকে বরখাস্ত করেছেন সেদিনের ম্যাচের পিচ কিউরেটরকে। বদলে নিয়ে আসা হয়েছে অভিজ্ঞ সঞ্জীব কুমার আগরওয়ালকে।

[:]