ফিচাররাজ্য

হাইকোর্টের রায় সত্ত্বেও চলছে দুয়ারে রেশন

এনএফবি, জলপাইগুড়িঃ

উচ্চ আদালতের রায় সত্ত্বেও চলছে দুয়ারে রেশন।

সম্প্রতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দুয়ারে রেশন নিয়ে চলা মামলার রায় দিতে গিয়ে বলেছে, দুয়ারে রেশন পদ্ধতি আইন বহির্ভূত এবং অবিলম্বে রাজ্য সরকারকে এই পদ্ধতিতে রেশন প্রদান বন্ধ করতে হবে।

তবে রাজ্য সরকারের পক্ষ থেকে হাইকোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে কোনো নতুন নির্দেশ না আসায় জলপাইগুড়ি-সহ অন্যান্য জায়গায় শুক্রবার যথারীতি দুয়ারে রেশন শিবিরে সাধারণ ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়।

দুয়ারে রেশন দিতে আসা ডিলার এস কে ঘোষ জানান, মোদীর চালও দেওয়া হচ্ছে দুয়ারে রেশনে, আমারা কোনো নোটিস বা নির্দেশ পাইনি তাই দুয়ারে রেশন দিয়ে যাচ্ছি।

অপরদিকে দুয়ারে রেশন সামগ্রী নিতে আসা বিমলা বিশ্বাস বলেন, আজকেও দুয়ারে রেশন দেওয়া হচ্ছে, আমরা কার্ডে যা প্রাপ্য সেটা পাই।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।