খড়্গপুরে পানীয় জলের সমস্যা, সমাধানের আশ্বাস পুরসভার

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর পুরসভার ৩৩ ও ৩৫ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা রয়েছে।এখানকার স্থানীয় বাসিন্দারা গ্ৰীষ্মকাল এলেই জলকষ্টে ভোগেন এমনটাই অভিযোগ তাদের। ভোটের সময় রাজনৈতিক দলগুলোর ইস্তাহারে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য প্রতিশ্রুতি থাকে। কিন্তু ভোট মিটতেই সেই প্রতিশ্রুতি পালনের কোন গরজ থাকেনা স্থানীয় জনপ্রতিনিধিদের।
যেমন খড়্গপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্ষীয়াণ নেতা জহর পাল বলেন, ২০০৪ সাল থেকে একটু একটু করে যা কাজ করেছি কিন্ত বিগত সাত বছর এই ওয়ার্ড ছিলো সিপিআইএম-র দখলে, তাই জলের পুরো সিস্টেমটাই নষ্ট করে দিয়েছে ৷ তিনি আরও বলেন, খড়্গপুর পুরসভার ৩৩ ও ৩৫ নং ওয়ার্ড তালবাগিচা এলাকার পাম্প ওয়াশ করে দিয়েছি গত তেরো চোদ্দো মাস আগে, কিন্ত তারপর আর কিছুই হয়নি যেটুকু জল আসছে সেটা পান করা তো দূর কাপড় কাচা ও যাবে না। কারণ পাইপ লাইন ওয়াশ হয়নি। বর্তমানে যিনি কাউন্সিলর হয়েছেন তাকেও কোন উদ্যোগ নিতে দেখা যায়নি সেভাবে। তাই সমস্ত সাধারণ মানুষ আমাদের কাছেই সব অভিযোগ দিচ্ছেন আমি সেই অভিযোগ পুরসভার চেয়ারম্যান কে দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছি। আপাতত পুরসভার পক্ষ থেকে জলের ট্যাঙ্ক পাঠিয়ে সমাধানের চেষ্টা করছি।

নিজস্ব চিত্র

অন্যদিকে খড়্গপুর পুরসভার ৩৩ নং ওয়ার্ডের এলাকাবাসীদের অভিযোগ এই ওয়ার্ডের কাউন্সিলর বিজেপির বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় কে এই বিষয় জানালেও কোনও সুরাহা হয়নি ৷ সেই প্রাক্তন কাউন্সিলর জহর পালের কাছে বলেই জলের ট্যাঙ্ক পাওয়া গেছে প্রায় ১৫ দিন ধরে সমস্যায় ভুগছি ৷
অপরদিকে হিরণ চট্টোপাধ্যায়ের সাথে যোগাযোগ করতে না পারার ফলে খড়্গপুর পুরসভার এ প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি নেতা গৌতম ভট্টাচার্য বলেন, রাজনৈতিক ভাবে নয় খড়্গপুরবাসী হিসেবে বলছি কংসাবতী নদীর যে জল প্রকল্পের কয়েক হাজার কোটি টাকায় চালু হয়েছিল সেই সময় রবি পান্ডে চেয়ারম্যান ছিল তার আগে সিপিআইএম-র রহমান সাহেব চেয়ারম্যান ছিল ,তারপর তৃণমূল কংগ্রেসে এসেছে, জল প্রকল্পের জন্য পাইপ এসেছিল তখন খড়্গপুর পুরসভার ২৫ টা ওয়ার্ড ছিল এখন ৩৫ টা হয়েছে, কিন্ত বিগত দিনে সিপিআইএম-র বোর্ড পরে কংগ্রেসের এবং বর্তমান এ তৃণমূল কংগ্রেস বোর্ড সবাই মিলে টাকাটা নয়ছয় করেছে কোনও কাজ হয়নি। খড়্গপুর পুরসভার ২৪ নং ওয়ার্ড থেকে ঝাপেটাপুর, প্রেম বাজার, তালবাগিচা, ডিভিসি, আইমা সহ একাধিক এলাকা পানীয় জলের সমস্যায় ভুগছে। এর জবাব পুরসভাকেই দিতে হবে ৷

নিজস্ব চিত্র

এর পাশাপাশি তিনি আরও বলেন, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে বেশ কিছু জায়গাতেই কলের মুখ ভাঙার ফলে জল নষ্ট হচ্ছে ৷ এছাড়াও তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড এখন খড়্গপুর পুরসভায় ৷ কাজ ঠিক না হলে প্রতিবাদ করতে হবে।

তবে নব নির্বাচিত খড়্গপুর পুরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের প্রদীপ সরকার একপ্রকার স্বীকার করেই নিলেন পানীয় জলের সমস্যা আছে। তিনি বলেন যে ঐ ওয়ার্ড গুলো একটু দূরে হওয়ার জন্য কংসাবতী পাইপ লাইনের প্রজেক্ট পৌঁছতে পারেনি ৷ ইতিমধ্যেই এই গরমের সময় জল কষ্ট হচ্ছে আমরা পুরসভার পানীয় জলের ট্যাঙ্ক পাঠিয়েছি এবং চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আলোচনা করে ঐ এলাকার পানীয় জলের সঙ্কট মেটানোর।
যদিও এই বিষয়ে সিপিআইএম-র পক্ষ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি। এখন দেখার অপেক্ষা এই রাজনৈতিক তরজা কবে বন্ধ হয়ে সুষ্ঠভাবে মিটবে পানীয় জলের সমস্যা ৷