ডাম্পার – বাইকের সংঘর্ষ, চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন বাইক আরোহী

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

ড্রাইভারের তৎপরতায় প্রাণ বাঁচলো দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির। জনবসতিহীন ফাঁকা রাস্তায় দুর্ঘটনার পর তড়িঘড়ি আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলেন পাথর বোঝাই ড্রাম্পারের ড্রাইভার।

স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার আনুমানিক দুপুর একটা কুড়ি নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের পাথরঘাটা এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে দ্রুত গতিতে চলাচলের সময় বাইক নিয়ে ডাম্পারের সাথে ধাক্কা মারেন পাঞ্জারীপাড়া এলাকার বাসিন্দা বছর ৩৭ এর বিপ্লব সরকার। তড়িঘড়ি ডাম্পার থামিয়ে সাহসিকতার সাথে আহতকে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন ডাম্পার চালক। বেশিরভাগ ক্ষেত্রে দুর্ঘটনার পর গাড়ি চালকরা পালিয়ে যান। সেই জায়গায় দাঁড়িয়ে নিজের ঝুঁকি নিয়ে দুর্ঘটনা গ্রস্থ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসে মানবিকতার নজির গড়েছেন মরজিম শেখ। চালকের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।

ডাম্পার চালক মরজিম শেখ

জানা গেছে বীরভূম জেলার পাকুর থেকে পাথর বোঝাই ডাম্পারটি দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামের উদ্দেশ্যে আসছিল। ঘটনার পরই পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি গুলিকে আটক করে। এমন ঘটনায় ৫১২ নম্বর জাতীয় সড়কে পথ নিরাপত্তা জোরদার করার দাবি উঠেছে আবারও এলাকা জুড়ে।