ডার্বি বয়কটই করলো ইস্টবেঙ্গল-অকাল হোলিতে মাতলো মোহনবাগান
এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
এমন নিষ্প্রভ কলকাতা ডার্বি বোধহয় দেখেনি কলকাতা ময়দান। হবে নাই বা কেন গত সাতটা ডার্বিতে হেরে ৪৯ মাস ডার্বি জয়ের স্বাদ পায়নি ইস্টবেঙ্গল। তাই তো সোশ্যাল নেটওয়ার্ক আন্দোলনে সারা দিয়ে ডার্বি বয়কট করলো ইস্টবেঙ্গল সমর্থকরা। ডার্বি আয়োজক হয়েও দলের করুন দশা। ফ্রিতে টিকিট দিয়েও মাঠ ফাঁকা। অন্যদিকে মোহনবাগান জনতা এ দিন উচ্ছ্বাসে মাতলো যুবভারতীর বাইরে সবুজ মেরুন আবির ওড়ালো তাসা বাজানো থেকে সবুজ মেরুন ফুলঝুরি সবই আনন্দের পরশ হয়ে থাকলো।


