অর্থনীতি

যুদ্ধের ধাক্কা আন্তর্জাতিক অর্থনীতিতে, ভারতীয় মুদ্রার দামে সর্বকালীন পতন

এনএফবি, নিউজ ডেস্কঃ

কোভিড পরবর্তী পরিস্থিতিতে যুদ্ধের আবহে ফের বড়সড় ধাক্কা খেল আন্তর্জাতিক অর্থনীতি। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১৩৯ ডলার ছুঁয়েছিল, পরে তা কমে দাঁড়ায় ১৩০ ডলার। তেলের এই মূল্য বৃদ্ধি গত ১৪ বছরের রেকর্ড ভেঙেছে বলেই ওয়াকিবহাল মহল মনে করছে। শুধু তেলের বাজার নয়, পতন অব্যাহত শেয়ার বাজারেও। যার জেরে মাথায় হাত লগ্নিকারীদের।

সোমবার বাজার খুলতেই প্রায় ১৫০০ পয়েন্ট পড়ে যায় ভারতীয় শেয়ার বাজারের সূচক সেনসেক্স। এশিয়ান পেন্টস, মারুতি, অ্যাক্সিস ব্যাঙ্ক, টাইটান, উইপ্রো, বাজাজ ট্যুইনস, কোটাক ব্যাঙ্ক, এইচইউএল, এমঅ্যাণ্ডএম, টেক এম, ইনফোসিস, এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারে সবচেয়ে বেশি ক্ষতিতে চলছে। এই শেয়ারগুলি চার শতাংশ পর্যন্ত নেমে গিয়েছে বলে জানা গিয়েছে।

ধাক্কা খেয়েছে ভারতীয় মুদ্রাও। ডলারের বিনিময়ে ভারতীয় মুদ্রার দাম দাঁড়িয়েছে ৭৬ টাকা ৯২ পয়সা। যা সাম্প্রতিক অতীতের মধ্যে সবচেয়ে বড় পতন। এরপূর্বে ডিসেম্বরে ডলার প্রতি টাকার দাম সবচেয়ে কমে দাঁড়িয়েছিল ৭৬.১৬। সেদিক দিয়ে বিচার করলে সোমবারের বিনিময় মুল্য সর্বকালীন রেকর্ড। আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে রুপিতে বলে মত একাংশের। অন্যমতে, রুশ মুদ্রা রুবল এবং চিনের মুদ্রা ইয়েনের শেয়ার বিনিময় বাড়ছে। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে অপেক্ষাকৃত নিরাপদ বাজারে মূলধন সরিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে। ফলে ভারতের বাজারেও তার প্রভাব পড়ছে।

বেড়েছে সোনার দামও। যুদ্ধ পরিস্থিতিতে একও আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ২ হাজার ডলার। যা ২০২০ সালের পর সর্বোচ্চ।