ফিচাররাজ্য

কয়লা কান্ডে আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিংহ কে দিল্লিতে ডাক ইডির

এনএফবি,কলকাতাঃ

কয়লাপাচারকাণ্ডে আজ আইপিএস জ্ঞানবন্ত সিংহকে দিল্লিতে তলব করল ইডি ৷ যদিও জ্ঞানবন্ত সিংহকে পূর্বেও দিল্লিতে তলব করা হয়েছিল। 

ইডি সূত্রে খবর, বাংলায় যখন কয়লাপাচার চক্রের কাজ চলছিল, সেই সময় রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা পদে ছিলেন এই জ্ঞানবন্ত সিংহ। তার আগে পশ্চিমাঞ্চলের আইজিও ছিলেন তিনি। পশ্চিমাঞ্চলের বিরাট এলাকা জুড়ে এই কয়লা চুরি করে তার পাচার চলতো বলে জানতে পারেন তদন্তকারী অফিসারেরা জানতে পারেন।

জানা গেছে, কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে জেরা করেই এই আইপিএস অফিসারের নাম উঠে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে। আজ সোমবার সেই কয়লাপাচার মামলার তদন্তের জন্য আইপিএস জ্ঞানবন্ত সিংহকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।