বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ আয়োজনে এগিয়ে ইডেন

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

চলতি বছর অক্টোবর মাসে ভারতের ঘরের মাটিতে আয়োজিত হবে ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ। সময় যত এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ চড়তেও শুরু করেছে। বিশ্বকাপের মঞ্চে সবসময়ই ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে উন্মাদনা থাকে তুঙ্গে। এবারও যে তার অন্যথা নয় তা বলার অপেক্ষা রাখে না। সেই মতোই শোনা যাচ্ছে এবারের বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের দুটো স্টেডিয়ামকেই শর্টলিস্ট করেছে বিসিসিআই।
কলকাতার ইডেন গার্ডেন্স এবং চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামকেই আসন্ন বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য আপাতত শর্টলিস্ট করা হয়েছে। যদিও শেষপর্যন্ত কোন মাঠে এবারের বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখা যাবে তা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এই দুই মাঠের মধ্যেই যে বিশ্বকাপের ম্যাচে ভারত বনাম পাকিস্তান ম্যাচ আয়োজিত হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

আর সেই খবর সামনে আসতেই এখন বিশ্বকাপ ঘিরে উত্তেজনার পারদ আরও বাড়তে শুরু করেছে। শেষবার ২০১৬ সালে ভারতের মাটিতে টি২০ বিশ্বকাপ আয়োজন হয়। ইডেনে আয়োজিত হয় ভারত পাক ম্যাচ। আর ফের একদিনের বিশ্বকাপের ম্যাচও ইডেনে হলে সেটা কলকাতার জন্য হবে সোনায় সোহাগা।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।