মিশরের গির্জায় অগ্নিকাণ্ড

এনএফবি,ওয়েবডেস্কঃ

মিশরের রাজধানী কায়রোর উত্তর-পশ্চিমে গিজা শহরের ইমবাবা এলাকার একটি গির্জায় অগ্নিকাণ্ডে প্রায় ৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। বহু লোকের উপস্থিতিতে এই ঘটনা ঘটে বলে অনুমান। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে বলেও কর্মকর্তারা জানায়। কর্মকর্তারা এও জানান, এই প্রার্থনায় পাঁচ হাজারের মতো লোক যোগ দিয়েছিলেন।

আগুন কেন লেগেছে তার কারণ এখনও জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় গির্জার প্রায় অধিকাংশই পুড়ে গিয়েছে।

নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানায়, অগ্নিকাণ্ডের কারণে গির্জায় প্রবেশের যে পথ ছিল সেটি বন্ধ হয়ে যায়। তখন লোকজন হুড়োহুড়ি করতে শুরু করলে সেখানে পদদলিত হয়ে অনেকের মৃত্যু হয়। আহতদের অ্যাম্বুলেন্সে করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি উদ্ধারকাজ চালাতে রাষ্ট্রের সকল বাহিনীকে সেখানে মোতায়েন করা হয়েছে বলে জানান। মি. আল-সিসি নিহতদের প্রতি শোক প্রকাশ করে এক টুইট বার্তায় বলেছেন, “নিরীহ এসব লোকজন, যারা তাদেরই উপাসনালয়ে এভাবে মারা গেছেন, তাদের ও তাদের পরিবারের প্রতি আমি আন্তরিক শোক প্রকাশ করছি।”