সান স্ট্রোকে মৃত্যু বৃদ্ধার
এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
সানস্ট্রোকে মৃত্যু হলো এক বৃদ্ধের। মৃত বৃদ্ধার নাম মালতি সরেন। বয়স আনুমানিক ষাটোর্ধ্ব। মৃতার নাতি কিরন হাজদা জানায়, তাদের বাড়ি বালুরঘাট থানার বাদবংগি এলাকায়। মালতি দেবী বাড়িতে এসে জল খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা হাসপাতালে নিয়ে এলে রাস্তায় তার মৃত্যু হয় বলে জানায় চিকিৎসক। ময়না তদন্তের জন্য মৃতার দেহ মর্গে পাঠায় পুলিশ।
