এনএফবি,মুর্শিদাবাদঃ
বাড়ির জায়গা দখল কে কেন্দ্র করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো এক বৃদ্ধা, মৃত ওই বৃদ্ধার নাম হেদিনা বেওয়া (৫৭)। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে হরিহরপাড়া থানার ডাঙ্গাপাড়া এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়, হেদিনা বেওয়ার মেয়ে জোর করে বাড়ির জায়গা রেজিস্ট্রি করে নিয়েছে তারপর থেকে ওই জায়গাকে কেন্দ্র করে অশান্তি লেগে থাকতো ৷ এমনকি হরিহরপাড়া থানার দ্বারস্থ হয়েছিল জায়গার মীমাংসা করে দেওয়ার জন্য ৷ শুক্রবারেও থানাতে এসে একটি মীমাংসা করে দেওয়া হয়। থানা থেকে বাড়ি গিয়ে সব ঠিকঠাক থাকলেও শুক্রবার রাতে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই বৃদ্ধা। পরিবারের সদস্যরা বুঝতে পেরে তড়িঘড়ি উদ্ধার করে হরিহারপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।
হরিহরপাড়া থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।