জেলা

শ্রমিক নেতার ওপর হামলার প্রতিবাদে বিদ্যুৎ কর্মীদের বিক্ষোভ-আন্দোলন

এনএফবি,জলপাইগুড়িঃ

শ্রমিককে কাজে নেবার দাবি জানাতেই সংগঠনের নেতার ওপর ঠিকাদার দ্বারা হামলার অভিযোগ তুলে বিদ্যুৎ দপ্তরে আন্দোলন সংগঠিত করা হল।

বৃহস্পতিবার সিটু অনুমদিত পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্প সহায়ক কর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে বিদ্যুৎ বন্টন সংস্থার বিভাগীয় আধিকারিকের অফিসে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং সংগঠনের এক সদস্যকে পুনরায় কাজে ফেরানো এবং ঠিকাদার দ্বারা রাতের অন্ধকারে সংগঠনের নেতা কৃষ্ণ সেনের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে । অন্যথায় আগামীতে বিদ্যুৎ দপ্তরের কাজে যুক্ত শ্রমিকেরা কর্মবিরতি শুরু করবে বলে জানান পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্প সহায়ক সংগঠনের জেলা সম্পাদক রজনী রায়।