ফিচারস্থানীয়

নয়াগ্রামে হাতির মৃত্যু, চাঞ্চল্য

এনএফবি, ঝাড়গ্রামঃ

শনিবার সকালে নয়াগ্রামের কৃষি জমি লাগোয়া এলাকায় উদ্ধার করা হল একটি হাতির মৃতদেহ। বন দফতরের কর্মীরা খবর পেয়ে উদ্ধার করে মৃত হাতিটিকে। ময়নতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নির্দিষ্ট করা যাচ্ছে না। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ৷

জানা যায়, এদিন সকালে নয়াগ্ৰামের মলম ৪ নম্বর অঞ্চলের কপ্তিভোল গ্রামের কৃষি জমি লাগোয়া জায়গায় একটি পূর্ণ বয়স্ক দাঁতাল হাতির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা।

তবে নয়াগ্ৰাম তথা জঙ্গলমহলে হাতি মৃত্যুর ঘটনায় বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জঙ্গলমহলে দিনের পর দিন হাতি উৎপাত করছে একথা ঠিক ৷ কিন্তু বন কর্মীরা হাতির স্বাস্থ্য এবং গতিবিধি নিয়ে ঠিকঠাক খোঁজ খবর নিচ্ছেন না ,আর তার ফলেই হাতি মৃত্যুর ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে ৷