জেলা

ঝাড়গ্রামে হাতির তান্ডব, আতঙ্কিত এলাকাবাসী

এনএফবি, ঝাড়গ্রামঃ

হাতির তান্ডবে ভাঙলো ঘর, আতঙ্কিত অবস্থায় রয়েছেন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বড়কনাডিহা এলাকার বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিনিয়ত হাতির দল ওই এলাকায় ঢুকে তান্ডব চালায়।কয়েকদিন আগে হাতির একটা দল এসে ঘর ভেঙে দিয়ে গেছে ,এমনকি ধান,চালের ক্ষতি করেছে। বন দপ্তরের কাছে ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা। ফের ভোরে ওই গ্রামে ঢুকে হাতির দল তাণ্ডব চালায় বলে গ্রামবাসীরা জানান। কয়েকটি মাটির বাড়ি ভেঙে দেয় হাতির দল টি।কোনোক্রমে হাতির হামলা থেকে গ্রামবাসীরা রক্ষা পায়। মাটির ঘর ভেঙে দেওয়ার পাশাপাশি বাড়িতে থাকা ধান চাল খেয়ে তাণ্ডব চালায় হাতির দল।

গ্রামবাসীরা বিষয়টি বনদপ্তর কে জানিয়েছেন । বন দপ্তরের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু যেভাবে হাতির দল প্রতিনিয়ত এলাকায় ঢুকে তাণ্ডব চালাচ্ছে তাতে আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। বনদপ্তরের কাছে গ্রামবাসীদের আবেদন ওই হাতির দল কে ওই এলাকা থেকে অন্যত্র কোথাও নিয়ে যাওয়া হোক। শুধু সাঁকরাইল ব্লক জুড়ে নয়, ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্য দিবালোকে গ্রামে ঢুকে হাতির দল তাণ্ডব চালাচ্ছে। তাই পথচলতি মানুষ থেকে সাধারণ মানুষ যেমন বিপদের মধ্যে পড়েছেন, তেমনি রাস্তায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। যার ফলে সাঁকরাইল ব্লক জুড়ে হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা বলে ওই এলাকার বাসিন্দারা জানান।

আরও পড়ুনঃ শালবনীর রঞ্জার জঙ্গলে ল্যান্ডমাইন ঘিরে চাঞ্চল্য