স্থানীয়

খাবারের খোঁজে বাসে তল্লাশি দাঁতালের

এনএফবি, ঝাড়গ্রামঃ

খাবারের সন্ধানে যাত্রীবাহী বাসে তল্লাশি চালালো দাঁতাল হাতি । ঘটনাটি শনিবার সকালে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের পড়াডিহা এলাকার ঘটনা ।

জানা গিয়েছে, এদিন সকালে পড়াডিহা এলাকায় জামবনি চিচিরা রাস্তায় উঠে পড়ে দলমার দলচুট একটি দাঁতাল হাতি । যাকে স্থানীয় মানুষজন “রামলাল” নামে চেনে। রাস্তায় একটি যাত্রীবাহী বাসকে আটক করে দাঁতাল হাতিটি । খাবারের সন্ধানে যাত্রীবোঝাই বাসের জানালার ভিতর শুঁড় ঢোকানোর চেষ্টা করে । কিন্তু বাসের জানালার কাঁচগুলি বন্ধ করে দেওয়ায় বাসের ভেতর শুঁড় ঢুকিয়ে তল্লাশি করতে না পেরে রেগে গিয়ে বাসটিকে হাতিটি গায়ের জোরে দোলাতে থাকে । যার জেরে বাসের ভেতরে থাকা যাত্রীরা ভয়ে তটস্থ হয়ে যায় । বাসে কিছু খাবার না পেয়ে তারপর রাস্তায় হাঁটা শুরু করে রামলাল । সকাল-সকাল এলাকায় হাতি ঢুকে পড়ায় আতঙ্কের পাশাপাশি হাতি দেখতে বহু মানুষ জমায়েত করে । কেউ হাতির আগে কেউবা হাতির পেছনে হাঁটতে থাকে। রাস্তায় কিছুক্ষণ ঘোরাফেরা করার পর পুনরায় জঙ্গলে ফিরে যায় হাতিটি ।

যদিও এই ঘটনায় বাসের ভেতরে থাকা কোন যাত্রী আহত হয়নি বলেই জানা গিয়েছে ।

YouTube player

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।