জেলাসাধারণ

হাতির দোসর হরিণ,ক্ষতি ফসলের

এনএফবি, ঝাড়গ্রামঃ

ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের তপোবন জঙ্গলের রাস্তায় দেখা মিলল হরিণের। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা হরিণটিকে রাস্তার মধ্যে ঘুরতে দেখে। এরপর ওই এলাকার স্থানীয় বাসিন্দারা ফোন করে স্থানীয় বন বিভাগের আধিকারিকদের বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনদফতরের কর্মীরা। স্থানীয় বাসিন্দারা বলেন, ওই এলাকার জঙ্গলে বেশকিছু হরিণ রয়েছে। যেকোনো কারণে হরিণটি জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছে। নয়াগ্রামের তপোবনের জঙ্গলে বেশকিছু চিতল হরিণ রয়েছে বলে জানান স্থানীয়রা। সেই হরিণের দল খাবারের সন্ধানে রাত্রে জঙ্গল থেকে বেরিয়ে মাঠে গিয়ে ফসলের ক্ষতি করে। বারবার বনদফতরকে জানানো সত্ত্বেও হরিণ গুলির তত্ত্বাবধানে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই যখন তখন জঙ্গল থেকে বেরিয়ে পড়ছে হরিণ। একদিকে যেমন ফসলের ক্ষতি করছে, তেমনি হরিণকে নিয়ে চিন্তায় রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। একদিকে হাতির পালের তাণ্ডব অন্যদিকে হরিণের উৎপাত। যার ফলে ওই এলাকার বাসিন্দাদের ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। কিন্তু বনদফতর সম্পূর্ণ উদাসীন বলে স্থানীয় বাসিন্দারা জানান। সেইসঙ্গে এলাকার বাসিন্দারা যেকোনো সময় হরিণের ক্ষতির আশঙ্কা করছেন। তাই গ্রামবাসীদের দাবি, বনদফতরের পক্ষ থেকে হরিণগুলিকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।

আরও পড়ুনঃ স্কুল খোলায় বিক্রির আশায় প্রতিমা ব্যবসায়ীরা