পাচারের আগেই উদ্ধার হাতির দাঁত, ধৃত ১
এনএফবি, শিলিগুড়িঃ
পাচারের আগেই উদ্ধার হাতির দাঁত। এই ঘটনায় ধৃত এক। আটক ব্যক্তির নাম মণিকান্ত গোয়ালা। সে আলিপুরদুয়ারের বাসিন্দা বলে জানা গেছে।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ির তিনবাত্তি এলাকায় বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে তল্লাশি অভিযান চালানো হয়।
ধৃতের কাছ থেকে তিন কেজি ওজনের একটি হাতির দাঁত উদ্ধার করা হয়।

জানা গেছে, বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দু’জন পালিয়ে যায়। তবে এই ঘটনার সাথে কারা জড়িত তা খতিয়ে দেখছে বনদপ্তর।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।