শিক্ষা ও কেরিয়ার

তেরোতেই স্নাতক এলিয়ট!

এনএফবি ডেস্ক, মিনেসোটাঃ

শিশু সুলভ বোঝাতে বাংলায় একটি প্রবাদ আছে- বাবা বলে বারো কী তেরো, মা বলে আরও কম। কিন্তু মাত্র তেরো বছর বয়সে স্নাতক হওয়ার পথে মার্কিন যুক্তরাষ্ট্রের কিশোর এলিয়ট ট্যান। বর্তমানে সে অঙ্ক এবং পদার্থবিদ্যা নিয়ে পড়াশুনো করছে। খুব শীঘ্রই মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের অন্যতম কনিষ্ঠ স্নাতক হতে চলছে। পদার্থবিদ্যা তার প্রধান বিষয়। আগামী ১২ মে স্নাতক ডিগ্রি হাতে পাবে সে।

এলিয়ট সংবাদ মাধ্যমকে জানিয়েছে, পদার্থবিদ্যা তার অত্যন্ত প্রিয়। সে থিওরেটিক্যাল ফিজিসিস্ট এবং পরে পদার্থবিদ্যার অধ্যাপক হতে চায়।

প্রাথমিকভাবে হোম স্কুলিংয়ের পর মাত্র ৯ বছর বয়সে কলেজে ভর্তি হয় সে। মাত্র দু’বছরেই হাইস্কুলের সমস্ত পাঠ শেষ করে এলিয়ট। তার মা জানিয়েছে মাত্র ২ বছর বয়স থেকেই এলিয়ট মুখে মুখেই অঙ্ক কষে ফেলত।