জেলা

বিতর্কের অবসান! রাজ্য নেতৃত্বের পাঠানো নামে সিলমোহর

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

অবশেষে দলের সিদ্ধান্ত কার্যকর হলো বালুরঘাট পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল বিতর্কে। তৃণমূলের রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে তড়িঘড়ি তিন চেয়ারম্যান ইন কাউন্সিল পদে নতুন তিনজনের নাম ঘোষণা করলেন চেয়ারম্যান অশোক মিত্র।

অশোক মিত্র, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান।

মাত্র তিন দিন আগে নবনির্বাচিত বালুরঘাট পুরসভার বোর্ড মিটিংয়ে নীতা নন্দী, শিখা মহন্ত সাহা চৌধুরী এবং সুরজিৎ সাহার চেয়ারম্যান ইন কাউন্সিল পদে নাম ঘোষণা করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র।
পরদিনই তৃণমূল জেলা সভাপতি উজ্জ্বল বসাক চেয়ারম্যানের ঘোষিত তিনটি নাম বাতিল করে দেন এবং মহেশ পারেখ, বিপুল কান্তি ঘোষ ও অনোজ সরকার এই তিন নতুন নাম ঘোষণা করেন।
এ নিয়ে দফায় দফায় বৈঠক ও পাল্টা বৈঠকের পর অবশেষে রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপ দাবি করেন চেয়ারম্যান অশোক মিত্র।

অবশেষে জেলা সভাপতি যে নাম তিনটি ঘোষণা করেছিলেন সেই নাম তিনটি রাজ্য নেতৃত্বের অনুমোদন পেল।

উজ্জ্বল বসাক, জেলা তৃণমূল সভাপতি।