দেশফিচার

দেশের সেনাপ্রধান পদে প্রথম আসীন হতে চলছেন ইঞ্জিনিয়ার

এনএফবি ডেস্ক, নয়া দিল্লিঃ

দেশের তৃতীয় চিফ অফ ডিফেন্স স্টাফের নাম ঘোষণা করল কেন্দ্র। সেনা প্রধান হিসাবে আগামী ৩০ এপ্রিল ২৮ মাসের মেয়াদ শেষ হচ্ছে বর্তমান সেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভানের, সে দিন বিকালেই দায়িত্ব গ্রহণ করবেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে।
প্রসঙ্গত, মনোজ পাণ্ডেই প্রথম ব্যক্তি যিনি ইঞ্জিনিয়ার হিসাবে দেশের সেনা প্রধানের দায়িত্বভার গ্রহণ করতে চলছেন। ১৯৮২ সালে সেনার ইঞ্জিনিয়ার কোরে যোগ দেন ন্যাশানাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী পাণ্ডে। পরে দেশের নানা প্রান্তে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। ২০০১ সালে সংসদে জঙ্গি হামলার পরে ‘অপারেশন পরাক্রম’-এ জম্মু কাশ্মীরের পাল্লানওয়ালা সেক্টরে ইঞ্জিনিয়ার রেজিমেন্টের দায়িত্বে ছিলেন তিনি।
উল্লেখ্য, গত বছর মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় তৎকালীন ও দেশের প্রথম চিফ অফ আর্মি স্টাফ বিপিন রাওয়াত। তাঁর অকাল প্রয়াণের পর তৎকালীন স্থলসেনা প্রধান মনোজ নারাভানে ওই পদে আসীন হন।