স্থানীয়

খবরের জেরে উদ্যোগী পুরসভা, শিকল মুক্ত মানসিক ভারসাম্যহীন কিশোর

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছিল মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী এক যুবকের করুণ চিত্র , আর তারই জেরে বালুরঘাট পুরসভার পুর পিতার উদ্যোগে শিকল মুক্ত হলো মানসিক প্রতিবন্ধী যুবক।

বালুরঘাট পুরসভার পদ্মপুকুর এলাকার বাসিন্দা বাবলু দাসের মানসিক প্রতিবন্ধী ছেলে নারায়ণ দাস কে চিকিৎসা না করাতে পেরে শিকল দিয়ে বেঁধে রাখতে বাধ্য হতো বাড়ির লোক। সেই খবর সংবাদমাধ্যমে প্রচার হতে বিষয়টি জানতে পেরে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান আজ এলাকায় গিয়ে ওই মানসিক প্রতিবন্ধী যুবকের পরিবারের লোকদের বুঝিয়ে তাকে শিকল মুক্ত করান। পাশাপাশি ওই যুবককে চিকিৎসার আশ্বাস দেন চেয়ারম্যান। মানসিক প্রতিবন্ধী যুবকের শিকল মুক্তি ঘাটাতে বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

অশোক মিত্র, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান ৷ নিজস্ব চিত্র
বাবলু দাস ৷ প্রতিবন্ধী যুবকের পিতা ৷ নিজস্ব চিত্র

পড়ুনঃ অর্থাভাবে চিকিৎসার অমিল, মানসিক ভারসাম্যনহীন যুবকের পায়ে শিকল