ক্রীড়া

মামলা জিতলেও চিন্তা থাকল জোকারের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

মামলা জিতলেও চিন্তা থাকল জোকারের। করোনা ভাইরাসের টিকা না নেওয়ার অভিযোগ তোলা হয় জোকোভিচের বিরুদ্ধে। এরপর এই বিষয়টি নিয়ে বিতর্ক বাড়তে-বাড়তে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয় অজি প্রশাসন। সেখানে মামলা চলে। সোমবার সেই মামলা জেতেন বিশ্বের সেরা এই টেনিস তারকা। এই দিন জোকোভিচের পক্ষে রায় দিয়ে ফেডেরাল আদালতের বিচারক জানান, পার্ক হোটেল থেকে ৩০ মিনিটের মধ্যে ছেড়ে দিতে হবে জোকোভিচ’কে। এছাড়াও জোকাররের যাবতীয় ব্যক্তিগত সামগ্রী ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি জোকোভিচের ভিসা বাতিল করা নিয়ে যে সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার প্রশাসন নিয়েছিল সেটিকেও খারিজ করে দিয়েছে আদালত। অস্ট্রেলিয়া প্রশাসনের তরফে নিযুক্ত করা উকিল জানান, অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক চাইলে, তাঁর ব্যক্তিগত ক্ষমতা প্রয়োগ করে জোকোভিচের ভিসা বাতিল করতে পারেন। তবে মামলা জিতে আপাতত স্বস্তি পেলেও চিন্তা কাটল না ২১ বার গ্র্যান্ডস্লাম জয়ী এই টেনিস তারকা খেলোয়াড়ের।