অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
দ্বিতীয় দিনে ভারত ও দক্ষিণ আফ্রিকা টেস্ট বৃষ্টির জন্য ভেস্তে যায়। কিন্তু খেলতে না পারলেও ভারতীয় দলের খাবারে রয়েছে অভিনবত্ব। টুইটারে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, ব্রকোলি স্যুপ, চিকেন চেত্তিনাদ, হলুদ ডাল, ল্যাম্ব চপ, নিরামিষ কড়াই, পনীর টিক্কার মতো একাধিক উপাদেয় খাবার। সেই খাবার উপভোগ করল গোটা দল। ফলে মাঠে না থাকলেও মাঠের বাইরে টা ভালোই কাটলো টিম কোহলির জন্য। মঙ্গলবার নির্ধারিত সময়েই (ভারতীয় সময় দুপুর দেড়টা) শুরু হবে তৃতীয় দিনের খেলা। সারা দিনে ৯৮ ওভার খেলা হওয়ার কথা। সময় ও আলো থাকলে এক ঘণ্টা বেশি খেলানোর পরিকল্পনা রয়েছে।