চোলাই লুকিয়ে রাখার পদ্ধতি দেখে তাজ্জব আবগারি দফতর

এনএফবি, আলিপুরদুয়ারঃ

আবগারি ও পুলিশের চোখে ধুলো দিতে মাটি খুঁড়ে রীতিমতো বাঙ্কার তৈরি করে চোলাই লুকিয়ে রাখার বন্দোবস্ত করেছিলেন ফালাকাটা ব্লকের যোগীঝোড়া এলাকার কারবারিরা। কিন্তু এত কিছু করেও শেষরক্ষা করা যায়নি। শুক্রবার আবগারি দফতরের অভিযানে ধরা পড়ে গেল বাঙ্কারের ভিতরে লুকিয়ে রাখা কয়েকশো লিটার চোলাই। তবে বাঙ্কার তৈরি করে চোলাই লুকিয়ে রাখার এমন পন্থা দেখে চোখ মাথায় উঠেছে আবগারি দপ্তরের কর্মীদের।

এ দিন গোপন সূত্রে খবর পেয়ে বীরপাড়া সার্কেলের আবগারি দপ্তরের আধিকারিকরা ফালাকাটা ব্লকের যোগীঝোড়া এলাকায় তল্লাশি চালায়। এ দিন প্রায় ১০০ লিটার চোলাই মদ ও চোলাই তৈরির সমস্ত উপকরণ সবই নষ্ট করে দেওয়া হয়েছে। তবে ওই অভিযানে কাউকে গ্রেপ্তার করতে পারেনি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।

আবগারি দফতর সূত্রে খবর, বেআইনি চোলাই মদ বন্ধের জন্য আগামী দিনে লাগাতার অভিযান চলবে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।