জেলা

অভিনব উদ্যোগ দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলায় চাইল্ড ট্রাফিকিং, বাল্যবিবাহ, শিশুশ্রম রোধ করতে অভিনব উদ্যোগ নিল জেলা প্রশাসন ও ইউনিসেফ। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার জেলা প্রশাসনিক ভবনে আত্রাই সভাকক্ষে জেলার এনজিও গুলোকে নিয়ে জেলা প্রশাসন ও ইউনিসেফের পক্ষ থেকে বাল্যবিবাহ,চাইল্ড ট্রাফিকিং,শিশুশ্রম, মানব পাচার সহ বিভিন্ন বিষয়ে নিয়ে একটি আলোচনাচক্রের আয়োজন করা হয়। এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার এডিএম তুষার সিঙ্গেল, জেলা সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার মাথিয়াস লেপচা,জেলা ডিএসডব্লিউ অফিসার স্বর্ণেন্দু মন্ডল সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা। এদিনের এই আলোচনা চক্রে, কিভাবে জেলাজুড়ে বাল্যবিবাহ রোধ করা যাবে, কীভাবেই বা জেলাজুড়ে মানবপাচার রোধে ব্যবস্থা গ্রহণ করা যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এই আলোচনা চক্রে উপস্থিত ব্যক্তিগণ তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করে এই আলোচনা চক্রকে সাফল্যমন্ডিত করে তোলেন।