অভিনব অনলাইন কোচিং পাকিস্তানে
অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
ফের পাকিস্তান ক্রিকেট দলের কোচ হিসেবে ফিরতে পারেন প্রাক্তন কোচ মিকি আর্থার।
তবে এবারে তাঁর কোচিং স্টাইল হবে একেবারেই অন্যরকম। প্রথাগত কোচ না হয়ে বিশ্বক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মত অনলাইন কোচ হতে চলেছেন আর্থার। ভার্চুয়ালি কোচ হিসেবে অনলাইনে পাকিস্তান ক্রিকেট দলকে কোচিং করাবেন তিনি।
পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আর্থারের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত। দ্রুত জাতীয় দলের কোচের দায়িত্ব নেবেন তিনি। কিন্তু বর্তমানে কাউন্টি দল ডার্বিশায়ারের কোচের দায়িত্ব পালন করছেন আর্থার। সেই চুক্তি থাকায় এখনই পাকিস্তানে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। এই জন্য অনলাইনে পাকিস্তান দলকে কোচিং করাবেন তিনি। পিসিবি তাঁর সহকারী কোচ নিয়োগ করবে, যিনি পাকিস্তান দলের সঙ্গে মাঠে সারাক্ষণ হাজির থাকবেন।
যদিও ভারতে অনুষ্ঠিত হতে চলা ২০২৩ একদিনের বিশ্বকাপের সময় আর্থারকে দেখা যাবে বাবর আজমদের সঙ্গে। কিছুদিন আগেই এক সাংবাদিক সম্মেলনে পিসিবি প্রধান নাজাম শেঠি জানান, আর্থারকে পাকিস্তানের কোচ হিসেবে ফেরানোর সম্ভাবনা রয়েছে। তারপরই মিকির অনলাইনে কোচের দায়িত্ব পালনের বিষয়টি সামনে আসে।
আর্থার প্রসঙ্গে নাজাম শেঠি বলেন, একটা বিষয় স্পষ্ট করতে চাই, আমি নিজে মিকির সঙ্গে কথাবার্তা চালাচ্ছি এবং আলোচনা ৯০ শতাংশ এগিয়ে গিয়েছে। অনেকগুলো বিষয়ে নজর দিতে হচ্ছে। আশা করি শীঘ্রই ভাল খবর শোনাতে পারব। যদি মিকি আসে ও নিজের সাপোর্ট স্টাফের টিম গড়ে নেবে। আমাদের শুধু তাঁদের পারিশ্রমিকের দিকটা দেখতে হবে। আগামী ২-৩ দিনেই বিষয়টার সমাধান হয়ে যাবে।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।