স্থানীয়

কৃষকদের মাঠের কাজে বাধা, রাস্তা অবরোধ

এনএফবি,মুর্শিদাবাদঃ

সাগরপাড়া থানার নরসিংহপুর সীমান্ত এলাকার সমস্ত চাষীরা আজ একত্রিত হয়ে সাগরপাড়া – বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করে।

সিংপাড়া বিওপি ক্যাম্পের বিএসএফ সকাল সাড়ে ৬ টার আগে মৎজীবী ও কৃষকদের মাঠের কাজ করতে না যেতে দেওয়ার কারণে এই অবরোধ বলে জানান চাষীরা।

প্রচন্ড দাবদাহের কারণে বেলা বাড়লে মাঠে কাজ করতে অসুবিধায় পড়তে হয় । তাই সকাল সকাল চাষীরা মাঠে গিয়ে কাজ করতে চান। মৎসজীবীদের কেও মাছ নিয়ে নদী থেকে উঠতে দেওয়া হয়না । তাতে করে তাদের মাছ নষ্ট হয়ে যায় । এ ধরনের একাধিক সমস্যায় পড়তে হয় চাষীদের।

চাষীদের অভিযোগ,” এই সমস্যা শুধু আজকের নয়, দীর্ঘদিনের। বার বার বিডিও কে জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। তাই আমরা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছি। যতক্ষণ আমাদের এই সমস্যার স্থায়ী সমাধান না হবে ততক্ষণ আমদের রাস্তা অবরোধ চলতে থাকবে।”

সাগরপাড়া থানার ওসি বিশ্বজিৎ হালদার ঘটনাস্থলে এসে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে চাষীরা অবরোধ তুলে নেন ।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।