দেশ

চালু হল ফাস্টার, মিলবে দ্রুত জামিন

এনএফবি ডেস্ক, নয়া দিল্লিঃ

দেশের বিচার ব্যবস্থায় ঐতিহাসিক বদল। বৃহস্পতিবার নতুন একটি সফটওয়্যার চালু করলেন প্রধান বিচারপতি এন ভি রামনা। নতুন এই প্রযুক্তির মাধ্যমে আদালতের নির্দেশ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে। মূলতঃ জামিন মঞ্জুর হওয়া বন্দিদের দ্রুত মুক্তির লক্ষ্যেই এটি ব্যবহার করা হবে। সমগ্র ব্যবস্থাটির নাম ‘ফাস্ট অ্যাণ্ড সিকিওরড ট্রান্সমিশন অব ইলেক্ট্রনিক রেকর্ডস’। সংক্ষেপে ফাস্টার। এই সফটওয়্যার ব্যবহারের জন্য হাইকোর্ট স্তরে অন্তত ৭৩ জন নোডাল অফিসারকে নিয়োগ করা হয়েছে।