স্থানীয়

হাতির হানায় ক্ষতিগ্রস্ত ক্ষেত – জমি

এনএফবি,আলিপুরদুয়ারঃ

ফের শনিবার রাতে হাতি হানা দিলো ফালাকাটা ব্লকের পূর্ব দেওগাঁওয়ের বিস্তীর্ণ এলাকায়। এদিন রাতে পূর্ব দেওগাঁও এলাকার একদল হাতি একপ্রকার তাণ্ডব চালায় বিভিন্ন ক্ষেতে। এদিন এলাকার মঞ্জু অধিকারী,মনিলাল বর্মনের রান্না ঘর ভেঙে দেয় বলেও জানা যায়। এদিকে তারক দে’র ঘরের বেড়া ভেঙে ধানের বস্তা নিয়ে যায় হাতিতে। এদিন অল্পের জন্য প্রাণে বেঁচে যান মনিলাল বর্মন। প্রাণ ভয়ে বিছানার নিচে শুয়ে পড়েন তিনি। অন্যদিকে প্রিতম্বর বর্মনের ধানের বীজের জমি, পাট ক্ষেত ক্ষতিগ্রস্ত করে। পূর্ব দেওগাঁও শিয়াল ডাঙ্গা এলাকায় সুশীল বর্মন, জহিরউদ্দিন মিয়া, উকিল বর্মন, নুর আলম, দীনবন্ধু বর্মন, সফিকুল হক, বিসাদু বর্মন সহ অনেকেরই পাট ও ভুট্টা ক্ষেত তছনছ করে দেয় এক পাল হাতি। প্রতিনিয়ত এলাকায় হাতির হানায় দিশেহারা এলাকার বাসিন্দারা। ক্ষতিগ্রস্তদের সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন বন দপ্তর।

নিজস্ব চিত্র

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।