কাতারকে বিশ্বকাপ আয়োজনের জন্য প্রশংসা ফিফার

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

রবিবার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স। তারপরই শেষ বিশ্বফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা। তবে তার আগে বিশ্বকাপ আয়োজনের জন্য কাতারকে দরাজ সার্টিফিকেট দিলেন ফিফা’র সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো।

আন্তর্জাতিক ফুটবলের নিয়ামক সংস্থাটির (FIFA) সভাপতি বলেন, “বিশ্বকাপের আয়োজনের জন্য কাতারের প্রশংসা করেছেন ফিফা’র সদস্যরা। ওরা অদ্ভুত একটা ক্ষমতা দেখিয়েছে। বিশ্বকাপের আয়োজন করার পিছনে যাদের অবদান রয়েছে, তাদের প্রত্যেককে ধন্যবাদ। বিশেষ করে স্বেচ্ছাসেবক এবং যারা বিশ্বকাপ আয়োজনের জন্য বিভিন্ন রকমভাবে সাহায্য করেছেন। আপনাদের জন্যই একটা বিশ্বকাপ সেরার তকমা পাচ্ছে।”

বিশ্বকাপের আসন্ন সংস্করণে থাকবে ৪৮টি দল। তাদের ভাগ করা ১৬টি গ্রুপে। প্রতি গ্রুপে থাকবে তিনটি দল। এই প্রসঙ্গে সভাপতি ইনফ্যান্টিনো বলেন, “আমি পরের বিশ্বকাপ দেখার জন্যও মুখিয়ে রয়েছি। পরের বার ৪৮টি দল নিয়ে আয়োজিত হবে বিশ্বকাপে। মোট ১৬টি গ্রুপ থাকবে। প্রতিটি গ্রুপে থাকবে তিনটি করে দল। গ্রুপ পর্বের শেষে যে দুটি দল প্রথমের দিকে থাকবে তারা নক আউট রাউন্ডে যাবে।”

তিনি বলেছেন, “আমরা এই বিশ্বকাপে ৩.২৭ মিলিয়ন সমর্থকদের পেয়েছি। আমরা ৬২টা ম্যাচ সুষ্ঠ ভাবে আয়োজন করতে পেরেছি। প্রতিটা ম্যাচেই আলাদা একটা পরিবেশ অনুভব করতে পেরেছি।”

বিশ্বকাপের পরবর্তী সংস্করণ আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। বিশ্বকাপের ফাইনালের দিন আয়োজকদের হাতে ব্যাটন তুলে দেবে কাতার।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।