নিউটাউনে অগ্নিকাণ্ড, ভস্মীভূত দোকান
এনএফবি, কলকাতাঃ
শীতের শেষ রাতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকান। ঘটনাটি ঘটেছে নিউটাউন থানার অন্তর্গত মৃধা মার্কেটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে আগুন লাগে। যার ফলে বেশ কিছু দোকান পুড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। শেষ পাওয়া খবর অনুযায়ী, তখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দাউদাউ করে জ্বলছে খালপাড় সংলগ্ন বেশ কিছু দোকান। স্থানীয়দের দাবি, দোকানে থাকা বেশ কয়েকটা সিলিন্ডার ব্লাস্ট হয়।
ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।