রেজিনগরে আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত বাপ ছেলে

এনএফবি, মুর্শিদাবাদঃ

পিস্তলধারী বাবা ও ছেলেকে গ্রফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত্রি সাড়ে ১১টার সময় রেজিনগর থানার ঝিকড়া গ‍্যাস গোডাউনের। জানা যায়, ওই এলাকায় দুই ব্যক্তিকে ঘোরা-ফেরা করতে দেখে সন্দেহ হয় পুলিশের। তল্লাশি করে তাদের কাছ থেকে পাওয়া যায় আগ্নেয়াস্ত্র। একটি ওয়ান সাটার পিস্তল, দু’রাউন্ড গুলি ও একটি ধারালো অস্ত্র উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গেছে ধৃত একজনের নাম মতিরুল খান (৪২), অন্যজন আরবাজ খান (১৯)। রেজিনগর থানার নতুন কাঁশিপুরের বাসিন্দা তারা। শনিবারে দু’জনকে আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।