দৌলতাবাদে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ২
এনএফবি, মুর্শিদাবাদঃ
পঞ্চায়েত নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার দুই। রবিবার রাতে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার পীরতলা মোড় সংলগ্ন এলাকায় দৌলতাবাদ থানার ওসি দেবাশীষ ঘোষ-সহ তার টিম নাকা চেকিং করার সময় বহরমপুরের দিক থেকে মোটরবাইকে করে দুই যুবক আসার সময় তাদেরকে দাঁড় করে জিজ্ঞাসাবাদ করলে কোন সদউত্তর না দিতে পারায় তাদের তল্লাশি চালায়, সেই সময় উদ্ধার হয় একটি ওয়ান শাটার পিস্তল-সহ দু রাউন্ড গুলি। তারপরেই দুই যুবককে গ্রেপ্তার করে। সঙ্গে থাকা মোটরবাইকটি কেউ বাজেয়াপ্ত করে পুলিশ।
পুলিশ সূত্রের ধৃত ব্যক্তিদের নাম জানা যায় শামীম শেখ, মুনসুর শেখ। ধৃতদের বাড়ি দৌলতাবাদের ছয়ঘরি দক্ষিণপাড়া এলাকায় বলে জানা যায়। সোমবার ধৃতদের বিচারকের কাছে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয়।
কোথায় থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে কোথায় পাচারের উদ্দেশ্যে যাওয়া হচ্ছিল ঘটনার তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ।