হরিহরপাড়ায় আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১
এনএফবি, মুর্শিদাবাদঃ
হরিহরপাড়া থানা এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধার। ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি।
জানা গেছে, বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে কাশিমনগর ইট ভাটা সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানোর সময় তার কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার পিস্তল ও এক রাউন্ড গুলি। তার পরেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম মোজিবুর শেখ, হরিহরপাড়া থানার মামদালিপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা। ধৃতকে বৃহস্পতিবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা আদালতে পেশ করা হয়।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।