এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ
কৃষকদের ইচ্ছার বিরুদ্ধে এবং উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের রামভদ্রপুরে সম্পূর্ণ বেআইনিভাবে জোর পূর্বক মাছের ভেড়ি নির্মাণের বিরুদ্ধে সোচ্চার হয়ে সোমবার জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং স্মারকলিপি প্রদান করল বাম সংগঠনের কৃষি বাঁচাও ও কৃষক বাঁচাও মঞ্চ। এই দিন গোটা শহরে মিছিল পরিক্রমা করে অবশেষে জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তারা। এইদিন উপস্থিত ছিলেন সংগঠনের মেঘনাথ সাহা,তাপস সিনহা সহ অন্যান্য কর্মী সমর্থকরা। এদিনের এই মিছিলে কয়েকশো কর্মী-সমর্থক পা মিলিয়েছেন বলে দাবি সংগঠকদের।