লক্ষাধিক টাকার মাছ নষ্ট , চিন্তায় মৎস্যজীবীরা
এনএফবি, বহরমপুরঃ
লক্ষ লক্ষ টাকার মাছ মরে নষ্ট হয়ে গিয়েছে চালতিয়ার বিলে। ভাকুড়ি মৎস্যজীবী সমবায় সমিতির সেক্রেটারি বিনয় হালদার জানিয়েছেন, গত দুই দিন ধরে চালতিয়া বিলের ৯০ শতাংশ মাছ মরে গিয়েছে।
এদিন , তিনি বলেন, গতকাল সকালে বৃষ্টির পরেই বিপুল পরিমাণ মাছ জলে ভাসতে শুরু করে। স্থানীয় বাসিন্দা থেকে রাস্তা চলতি মানুষজন সেই সব মাছ ধরে নেয়। আমাদের মৎস্যজীবীরা জলে নেমে মাছ ধরে নিয়ে আসে, কিন্তু সেই মাছ ও বাজারে বিক্রি হয় না। এরপর আজ সকালে প্রচুর মাছ জলে ভেসে ওঠে। আমাদের মৎস্যজীবীরা কিছু মাছ ধরলেও সাধারণ মানুষ তার কয়েক গুণ বেশি মাছ ধরে নেয়। মাছ ভেসে যাওয়া বা মরে যাওয়ার কারণ হিসাবে তিনি জানিয়েছেন, বহরমপুর শহরের নোংরা আবর্জনা জল ক্যানেল দিয়ে এই বিলে এসে পড়ে ৷ এছাড়াও বিলে প্রচুর পরিমাণে পাট ফেলে পাট জাগ দেওয়া হয়েছে, সেই কারণে বিলের জল নষ্ট হয়ে গিয়েছে তার ফলে এই মাছের মরক লেগেছে। শহরের নোংরা জল যাতে বিলে না পড়ে সেই ব্যাপারে বারবার পঞ্চায়েত ও পুরসভায় জানিয়েও কোন কাজ হয়নি।

মৎস্যজীবীরা বলেন, সারা বছর আমাদের এই বিলের মাছের ওপর নির্ভর করে চলতে হয়। বিলের মাছ শেষ হয়ে গেলে সারা বছর আমাদের কিভাবে সংসার চলবে? এই নিয়ে আমরা চিন্তায় আছি। সরকার যদি এই বিষয়ে কোন ব্যবস্থা নেয় তাহলে আমাদের একটু সুরাহা হয়। প্রায় ৮০ জন মৎস্যজীবী এই বিলের উপর নির্ভর করে সংসার চালান বলে জানা গেছে ।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।