জেলাফিচার

৫ দেশী পিস্তল-সহ উদ্ধার কার্তুজ!

এনএফবি, মুর্শিদাবাদঃ

আন্তঃজেলা অস্ত্র পাচার কারীর হদিশ! উদ্ধার ৫ টি পিস্তল ও কার্তুজ। রবিবার ঘটনাটি ঘটেছে ভরতপুরে।
জানা গেছে, বীরভূমের মল্লারপুর থানায়, কয়েকদিন আগে জাম্বুনি গ্রামের রমজান শেখকে ৩টি পিস্তল ও কার্তুজ-সহ গ্রেপ্তার করে পুলিশ। তাকে ৬ দিনের রিমান্ডে নিয়ে চলে জিজ্ঞাসাবাদ। আর এরপরেই পুলিশ জানতে পারে এই অস্ত্রগুলি আসলে সরবরাহ হচ্ছে মুর্শিদাবাদ থেকে।

এই বিষয়ে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানান, বৃহস্পতিবার রাত্রে আবার ও অস্ত্র ঢুকবে বীরভূমের মাড়গ্রাম থানা দিয়ে। আর সেই মতো মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র ও মাড়গ্রাম ওসি জাহিদুল ইসলাম ওৎ পেতে মুর্শিদাবাদ বর্ডারে লুকিয়ে থাকেন, তাকে ধরার জন্য। আর এরপরেই ভরতপুর থানার সোনিয়া গ্ৰামের বাসিন্দা মুর্শেদ শেখকে অস্ত্র-সহ গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, মুর্শেদের কাছ থেকে ৫টি দেশী পিস্তল ও কার্তুজ উদ্ধার করে পুলিশ। এদিন ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করে মাড়গ্রাম থানা। পাশাপাশি,ধৃত কে আরো জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ড চেয়েছেন পুলিশ।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।