প্রতিভার সন্ধানে ফুটবল প্রতিযোগিতা রাজ্য জুড়ে

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

প্রতিভার সন্ধানে রাজ্য জুড়ে অনূর্ধ্ব- ১৭ ফুটবল প্রতিযোগিতা শুরু হতে চলেছে। রাজ্য সরকারের সহযোগিতায় আইএফএ-র পরিচালনায় এই প্রতিযোগিতা শুরু হচ্ছে ১২ এপ্রিল শিলিগুড়িতে। রাজ্যের ২৩টি জেলা দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। শনিবার এই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন আয়োজিত হলো নেতাজি ইনডোর স্টেডিয়ামে।

এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া দফতরের আধিকারিক মুকেশ সিং ও সুব্রত বিশ্বাস, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ব্যানার্জী, আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার, সহ-সভাপতি সৌরভ পাল ও স্বরূপ বিশ্বাস, সহ সচিব সুফল রঞ্জন গিরি।

নিজস্ব চিত্র

এই সাংবাদিক সম্মেলনে ক্রীড়া মন্ত্রী আইএফএ-এর এই উদ্যোগের প্রশংসা করেন এবং রাজ্য সরকার সব রকম ভাবে পাশে থাকবে বলে আশ্বাস দেন। তিনি এই প্রতিযোগিতা থেকে অন্তত তিরিশ জন খেলোয়াড় বেছে নিয়ে তাদের সারা বছর পরিচর্চার জন্য আইএফএকে পরামর্শ দেন। ভালো প্রতিভার সন্ধান পাওয়া গেলে সরকার পরিচালিত বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিতে তাদের নেওয়া হবে বলে জানান।

সচিব অনির্বাণ দত্ত ফুটবল উন্নয়নে মুখ্যমন্ত্রীর আগ্রহ ও ক্রীড়া মন্ত্রীর সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করেন।

এ ছাড়াও নিজেদের বক্তব্যে সহ সভাপতি সৌরভ পাল ও স্বরূপ বিশ্বাস এই প্রতিযোগিতার তাৎপর্য ও আইএফএ-র কর্মকান্ড তুলে ধরেন। রাজ্যের সাতটি ভেনুতে খেলাগুলি অনুষ্ঠিত হবে। সেমি ফাইনাল ও ফাইনাল কলকাতা ময়দানে হওয়ার কথা রয়েছে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।