ক্রীড়া দফতরের পৃষ্ঠপোষকতায় আইএফএ-র পরিচালনায় জেলায় জেলায় ফুটবল প্রতিযোগিতা

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

বাংলার জেলায় জেলায় ফুটবল উন্মাদনার জোয়ার আসতে চলেছে। আইএফএ- এর পরিচালনায় ও রাজ্য সরকারের ক্রীড়া দফতরের পৃষ্ঠপোষকতায় আন্তঃজেলা অনূর্ধ্ব-১২, অনূর্ধ্ব -১৭ ও সিনিয়র ফুটবল প্রতিযোগিতা শুরু হয়ে গেল।

অনূর্ধ্ব-১২ বিভাগের খেলার মাধ্যমে এই প্রতিযোগিতা শুরু হলো। উদ্বোধনী দিনে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে ও বীরভূমের বোলপুরে এই প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও হুগলির চুঁচুড়া, পুরুলিয়ায় মানভুম স্টেডিয়াম, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর টাউন ক্লাবের মাঠ, কোচবিহারের পুলিশ গ্রাউন্ড, ও শিলিগুড়িতে খেলা গুলি অনুষ্ঠিত হচ্ছে।

মার্চের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদের লালবাগে কোয়ার্টার ফাইনাল পর্বের খেলা এবং সেমি ফাইনাল ও ফাইনাল খেলাগুলি কলকাতায় অনুষ্ঠিত হবে।
রাজ্যের সব কটি জেলার দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

মূলত আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার সংগঠনের মূল দায়িত্বে রয়েছেন আইএফএ সহ-সভাপতি বিশ্বজিৎ ভাদুড়ি।

এই প্রতিযোগিতা নিয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত খুবই আশাবাদী। তিনি জানিয়েছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলার প্রত্যন্ত জেলার ফুটবলারদের খুঁজে পাওয়া যাবে এবং বাংলা ফুটবলের মূল স্রোতে আনা সম্ভব হবে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।