জেলা

পায়ে হেঁটে অভিষেকের সঙ্গে দেখা করতে রওনা দিলেন কুমার গঞ্জের ৪ ব্যক্তি

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

৪৮০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অভিষেক ব্যানার্জির সাথে দেখা করার উদ্দেশ্য নিয়ে দক্ষিণ দিনাজপুর থেকে রওনা দিলেন চারজন। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার মোল্লা দীঘি থেকে এদিন তৈমুর হক সরকার, রবিউল মোল্লা, পিন্টু মজুমদার এবং নির্মল বৈশমালী পদযাত্রা শুরু করেন।

মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জি নতুন করে যেভাবে বাংলা তথা দেশকে পথ দেখাচ্ছে, তাতে সম্প্রীতি ও ঐক্যের আদর্শ ভারতবর্ষ গড়ে উঠবে এই বার্তা নিয়েই এদিন মোল্লা দীঘির চার বাসিন্দা পদযাত্রা শুরু করেন বলে জানান পদযাত্রায় অংশগ্রহণকারী তৈমুর হক সরকার। তবে কোন রাজনৈতিক ব্যানারে নয়, এলাকার অধিবাসী বৃন্দের পক্ষ থেকে এই পদযাত্রা বলে জানিয়েছেন তিনি। প্রায় ৪৮০ কিলোমিটার দূরে কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস পর্যন্ত এই পদযাত্রা হবে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ করবেন পদযাত্রায় অংশগ্রহণকারী চারজন।