স্থানীয়

চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, বিডিও অফিসে ধৃত যুবক

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ‌

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বিডিও অফিসে বুধবার দুপুরে চাকরি দেওয়ার নাম করে এক প্রতারককে গ্রেফতার করলো পাঁশকুড়ার বিডিও সহ পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি হানিফ মহম্মদ।

জানা যায়, পাঁশকুড়া থানার রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার চন্ডীপুর গ্রামের অমল গায়েন নামে যুবক দীর্ঘদিন ধরে চাকরী দেওয়ার নাম করে প্রতারনা করে আসছিলো। বুধবার দুপুরে তমলুক থেকে একব্যক্তিকে চাকরী দেওয়ার নাম করে ডাকা হয়। এরপর বিষয়টি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হানিফ মহম্মদ সহ বেশ কয়েকজন আধিকারিকেরা হাতেনাতে ধরে ঐ প্রতারককে। এরপর পাঁশকুড়া থানার পুলিশের হাতে তুলে দেন বিডিও ধেনদুপ ভুটিয়া।

হানিফ মহম্মদ

পাঁশকুড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। চাকরির নাম করে প্রতারণার সাথে একাধিক ব্যক্তি যুক্ত রয়েছে তা বিডিওর কাছে স্বীকারও করে ঐ ধৃত যুবক। আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে যথেষ্ট শোরগোল পড়ে গেছে গোটা এলাকায়।