শিলিগুড়িতে বোমা উদ্ধার
এনএফবি, শিলিগুড়িঃ
বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির কাওয়াখালি এলাকায়।
জানা গিয়েছে, কাওয়াখালি বাজার এলাকার বাসিন্দা অবিনাশ পালের বাড়িতে গতকাল মাথাভাঙ্গা থেকে এসেছিল তার ভাই। অভিযোগ গতকাল রাতে তাদের মধ্যে জমির পুরনো বিবাদ নিয়ে কথাবার্তা হলে নিজেদের মধ্যেই তারা মিটিয়ে নেবে বলে ঠিক করে। কিন্তু গতকাল রাতে তাদের মধ্যে ঝামেলা বাঁধে এরপরই অভিযোগ তার ভাই জোর করে তাদেরকে ঘরে বন্ধ করে ঘরের ভেতরে থাকা আলমারি জিনিসপত্র টাকা-পয়সা ইত্যাদি নিয়ে চম্পট দেয়। এরপর এদিন সকালে উঠে বাড়ির সদস্য দেখেন যে বাড়ির মধ্যে বোমা রাখা রয়েছে। এরপরই খবর দেওয়া হয় মেডিক্যাল ফাঁড়ির পুলিশকে।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাটিগাড়া থানা, মেডিক্যাল ফাঁড়ির পুলিশ এবং সিআইডি বোম্ব স্কোয়ার্ড। এরপর বোম্ব স্কোয়ার্ড বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।